মাটি ও আকাশ

হ্যাঁ, যদি কেউ নিক্তি মেপে বিচার করতে যায় – আমাদের দেশে মেয়েদের নোবেল নেই, তাঁরা লিজা মেইৎনার অথবা মারী কুরি হতে পারেননি। কিন্তু তাই বলে বিশাল এক বিজ্ঞানরূপী হিমবাহ যখন উৎকর্ষের অভিমুখে অগ্রসর হয় – তখন কোন পাথরটি বড় আর কোনটিই বা ছোট তার বিচার চলে না। সকলের প্রচেষ্টায় আমরা কেবল একটি বিশাল উন্মুক্ত জ্ঞানের আহরণক্ষেত্র তৈরি করতে চেষ্টা করি। বিজ্ঞান, সৃষ্টি অথবা উৎকর্ষের কোনও গণ্ডিবদ্ধ যাপন হয় না। সে জন্ম-উন্মুক্ত, জন্ম-পরিব্রাজক।

by অমর্ত্য বন্দ্যোপাধ্যায় | 23 March, 2023 | 607 | Tags : Asima Chatterjee Janaki Ammal Rajeswari Chatterjee Botany Organic Chemistry Electromagnetic Waves Antenna Engineering Series on Female Scientists